চাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেছেন, আজ থেকে শুরু হলো ভোটের লড়াই। সম্মানিত ভোটারদের আস্থা অর্জনের লড়াই। প্রচারণা হতে হবে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য। জনসাধারণের দুর্ভোগ করে প্রচারকার্য করা যাবে না।
ভিন্নমত ও সমর্থকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আসুন নির্বাচনী আচরণ বিধি মেনে আমরা সবাই মিলে একটি গ্রহণযোগ্য ও সার্বজনিন নির্বাচন চাঁদপুরবাসীকে উপহার দেই। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর প্রতিক নৌকা পেলাম। এ ভোট যুদ্ধের লড়াইয়ে ব্যালটের মাধ্যমে ভোটারদের জয়ের লড়াই করতে হবে। আর এ যোদ্ধা হচ্ছেন আপনারা জনগণ। উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার মুখকে কেউ বিমুখ করবে না। চাঁদপুর-হাইমচর মাটি ও মানুষের নেত্রী ডাঃ দীপু মনির উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রদানের অনুরোধ করছি। উন্নয়নের প্রতিবন্ধকতার লড়াইয়ে জিততে হবে। পৌর এলাকার সকল মা-বাবা, ভাই-বোনের কাছে নৌকা প্রতিক নিয়ে যেতে হবে।
ভোটযুদ্ধের লড়াইয়ে আমরা এগিয়ে, প্রতিপক্ষ ষড়যন্ত্রের চেষ্টা করবে। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিপক্ষকে সে সুযোগ দেয়া যাবে না। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচনে জয়ী হতে হবে। সাংগঠনিকভাবে আমাদের জয় সুনিশ্চিত করতে হবে। এটা একটা সুন্দরের জয় হবে, ভোটারদের জয় হবে। গতকাল ৯ মার্চ সোমবার চাঁদপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নৌকার প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দের অংশগ্রহণে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে চাঁদপুর সরকারি মহিলা কলেজ হয়ে চিত্রলেখা নতুন বাজার হয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু ও আব্দুর রশিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদস্য দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, বর্তমান সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শহর ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।