নান্দনিক সুযোগ সুবিধা ও শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি) নতুন উদ্যোমে বিআরটিসি বাস চালু হলো কচুয়া-ঢাকা সড়কে। রোববার সকালে হাজীগঞ্জ বাজার থেকে এ আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করা হয়েছে। এর ফলে কচুয়া, পালাখাল ও সাচারের যাত্রীরাও এ যাত্রায় সুযোগ সুবিধা পাবে।
কচুয়া বিআরটিসি বাসের কাউন্টারের পরিচালক মো: মুহিতুল ইসলাম ফরহাদ হোসেন জানান, সরকারের নিয়ম নীতি মেনে হাজীগঞ্জ থেকে বিআরটিসি বাস চালু হলো।
হাজীগঞ্জ-কচুয়া-সাচার সড়ক হয়ে ঢাকায় কম সময়ের মধ্যে পৌছতে পারবে যাত্রীরা। হাজীগঞ্জ থেকে ২৫০ টাকা, কচুয়া থেকে ২০০ টাকায় ঢাকার ভাড়া নির্ধারন করা হয়েছে। আর এ বাস সার্ভিস উদ্বোধনের ফলে কচুয়ায় আনন্দ ও উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে যাত্রীদের মাঝে।