চাঁদপুর জেলায় গত ১৮ ফেব্রæয়ারি বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কোভিড- ১৯ টিকার রেজিস্ট্রেশন হয়েছে ৩৬ হাজার ১শ’ ৫৬ জনের। এ পর্যন্ত পুরো জেলায় টিকা গ্রহণ করেছে ২৪ হাজর ৮শ’ ৮৩ জন ।
চাঁদপুরে করোনা প্রতিরোধ টিকা কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় চলছে। ৭ ফেব্রæয়ারি থেকে সারাদেশের ন্যায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সাবেক আইসোলেন ওয়ার্ডে টিকা দান কর্মসূচি চালু করা হয়েছে। প্রতিদিন রেজিস্ট্রেশন ২৪ ঘন্টাই অনলাইনে সার্ভারে এসে যোগ হচ্ছে।
১৮ ফেব্রæয়ারি বৃহস্পতিবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরে এখন পর্যন্ত মোট রেজিস্ট্রেশন করা নারী-পুরুষের সংখ্যা ৩৬ হাজার ১শ’ ৫৪ জন।
চাঁদপুর জেলার ৮টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা পুলিশ ও অনুমোদিত বুথ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮ ফেব্রæয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারী নারী-পুরুষের সংখ্য ২৪ হাজার ৮শ’ ৮৩ জন। পুরো জেলায় বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত টিকা গ্রহণ করেছে ৩ হাজার ৫শ’ ৬৭ জন।