চাঁদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড রঘুনাথপুরকে মাদক মুক্ত করতে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলে ১০,০০০ টাকার পুরস্কার ঘোষনা দেন তরুন সমাজ সেবক রনি ভূইয়া। রনি ভূইয়া বলেন মাদকমুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে।
সবাই মিলে কাধে কাধ মিলিয়ে কাজ করে রঘুনাথপুরকে মাদকমুক্ত করতে হবে। এই ওয়ার্ডে কোন মাদক বিক্রেতাকে মাদক সহ হাতে নাতে প্রমান সহকারে ধরিয়ে দিতে পারলেই পাচ্ছেন (১০,০০০) দশ হাজার টাকা পুরস্কার। তাই এখনই সময় মাদক মুক্ত সমাজ গড়তে সবাই একসাথে কাজ করি।
যোগাযোগঃ-
রনি ভুইয়া, সভাপতি, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আন্দোলন-চাঁদপুর, পৌর ৫ নং ওয়ার্ড। 01777464646
সহযোগিতায়ঃ-
মোঃ-জাহাঙ্গির আলম, অফিসার ইনচার্য, পুরানবাজার পুলিশ ফারি চাঁদপুর। 01819127249