চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধানে জনগণকে সচেতন করার লক্ষ্যে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আজ (২২ নভেম্বর) রোজ রবিবার মতলব দক্ষিণের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায় যে, করোনা প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করা ও মাস্ক ব্যবহার না করায় উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, সিএনজি আরোহী ও পথচারীদের মধ্যে মোট ১৯টি মামলায় সর্বমোট ৩ হাজার ১’শত ৬০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, সরকারি নির্দেশনা অমান্য করায় সবাইকে জরিমানার আওতায় আনা হয়েছে।
করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জনগণকে সচেতন করার লক্ষ্যে ভবিষ্যতে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।