চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় আজ ৪ অক্টোবর রোজ রবিবার উপজেলা নির্বাচন অফিসে আসন্ন উপ- নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ- নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী শনিবার (৩ অক্টোবর) বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দু’জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কেউই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। তাই আজ ৪ অক্টোবর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদকে (নৌকা) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এমএ শুক্কুর পাটওয়ারীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
রিটার্নিং অফিসার মোঃ মোজাম্মেল হোসেন বলেন,আগামী ২০ অক্টোবর এ উপজেলার চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় ১ টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৩৬৯ জন এবং নারী ভোটার ৯০ হাজার ৬৮৭ জন। ভোট কেন্দ্র হচ্ছে ৫৭ টি।