1. [email protected] : মোহাম্মদ গোলাম রাব্বি : Mohammed Gulam Rabbi
  2. [email protected] : Md. Mehedi Hasan : Md. Mehedi Hasan
সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৬:৪০ অপরাহ্ন

আলোর মুখ দেখতে যাচ্ছে মতলব উত্তর-গজারিয়া সেতু

চাঁদপুর টেলিভিশন ডেস্কঃ
  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪১৮ দেখেছে
অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে মতলব উত্তর-গজারিয়া সেতু
অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে মতলব উত্তর-গজারিয়া সেতু

চাঁদপুরের মতলব উত্তর এবং মুন্সীগঞ্জের গজারিয়া (মতলব-গজারিয়া সেতু) মেঘনা-ধনাগোদা নদীতে সেতু নির্মাণের লক্ষ্যে প্রাথমিকভাবে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। বৃহত্তর মতলববাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেঘনা নদীতে (মতলব-গজারিয়া) সেতু নির্মাণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট দফতর জানিয়েছে, সম্ভাব্য দ্রæততম সময়েই এর কাজ শুরু হবে। স¤প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শনে এসে বিষয়টি জানানোর পর মতলববাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সেতু মন্ত্রণালয়ে (মতলব-গজারিয়া) সেতু নির্মাণের জন্য সয়েল টেস্ট, ভূতাত্তি¡ক পরীক্ষা, সেতুর ডিজাইন, পরিবীক্ষণ, তদারকি উপদেষ্টা ফার্ম নিয়োগের প্রাথমিক কাজ চলছে।

সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নের অংশবিশেষ এলাকার মেঘনা নদী।

অপরদিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ও গুয়াগাছিয়া ইউনিয়নের অংশবিশেষ মেঘনা নদী। মেঘনা নদীর ওপর প্রায় ১.৫০ কি:মি: এ সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) অধীনে সেতুর উভয় পাশে নির্মিত হবে আঞ্চলিক মহাসড়ক।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সভাসমাবেশে দাবি করে আসছে, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার ভবেরচর সংযোগ মহাসড়কে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার জন্য মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের জন্য।

প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য ১.৫০ কি:মি: এবং প্রস্থ সাত দশমিক ৩২ মিটার। এদিকে সেতুর উভয় পাশে আঞ্চলিক মহাসড়ক নির্মিত হবে। মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ অনুমোদনের অপেক্ষায়।

মতলব-গজারিয়া সেতুর কাজ শুরু হবে জানার পর থেকে এলাকায় আনন্দের বন্যা বইছে। এলাকাবাসী জানান, মেঘনা নদীতে সেতু নির্মিত হলে চাঁদপুর, নোয়াখালী, ল²ীপুর ও শরিয়তপুরসহ দক্ষিণাঞ্চলের লোকজন রাজধানী ঢাকায় সহজে যাতায়াত করতে পারবেন।

এছাড়াও মতলব উত্তরে নির্মিত হতে যাওয়া অর্থনৈতিক জোনসহ চাঁদপুরের কৃষি, শিল্প ও পর্যটন খাতের বিকাশেও সেতুটির অপরিসীম গুরুত্ব রয়েছে।

এ খুশির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: নুরুল আমিন রুহুলকে অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর-দক্ষিণ উপজেলাবাসী।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. মোঃ নুরুল আমিন রুহুল বলেন, মেঘনা নদীতে মতলব উত্তর-গজারিয়া সেতু নির্মাণ মতলব উত্তর, দক্ষিণ তথা চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবি। ইতোমধ্যে মতলব উত্তর-গজারিয়া সেতু নির্মাণের জন্য সয়েল টেস্ট ও ভূতাত্তি¡ক পরীক্ষাসহ প্রাথমিক কাজ শুরু হয়েছে।

এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপিকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দ্রæতগতিতে সেতুর অবশিষ্ট কাজ বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।

ফেসবুক মন্তব্য

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

বিজ্ঞাপন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি.
© All rights reserved 2020 ChandpurTelevision.Com